ঢাকা: রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি বাসা থেকে নাসিমা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন, তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী রকি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রকি ও তার স্ত্রীর নাসিমা ওই বাসায় থাকতেন। খবর পেয়ে বিকেলে নাসিমার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বামী রকি স্ত্রী নাসিমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছেন। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত নাসিমা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালাচান মিয়ার মেয়ে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান মাহবুবুর রহমান।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এজেডএস/আরবি