ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
নীলফামারীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নীলফামারী: নীলফামারীতে তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জেলা শহরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়।

এর আয়োজন করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।

নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুন্সিপাড়া আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুস সামাদ।

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, সারা দেশ তাপদাহে পুড়ছে। এমতাবস্থায় বৃষ্টি এবং তাপদাহ থেকে রেহাই পেতে ইসতিকফার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন জন অংশ নেন। তীব্র তাপদাহ ও খরা থেকে মুক্তির জন্য রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।