মেহেরপুর: মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলফোনে ঝগড়া করে বাড়ির পাশের আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এক সন্তানের জননী ওই গৃহবধূর নাম তানিয়া খাতুন।
তিনি মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামিম হোসেনের স্ত্রী।
রোববার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি আম গাছ থেকে তানিয়া খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মোবাইলফোনে তার স্বামীর সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি আম গাছে তানিয়াকে ঝুলে থাকতে দেখেন। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবারের লোকজন জানান, মোবাইলফোনে স্বামীর সঙ্গে ঝগড়া করার পরপরই তিনি গলায় দড়ি দেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলফোনে ঝগড়ার পর তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসআইএ