ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মালিবাগে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, এপ্রিল ২১, ২০২৪
মালিবাগে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ (৫৮) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আব্দুল ওয়াদুদের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলায়। তিনি মালিবাগ পশ্চিম হাজীপাড়ায় থাকতেন। নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।

স্বজনদের বরাত দিয়ে এএসআই মাসুদ আরও জানান, রাত্রিকালীন ডিউটি শেষে সকালে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন ওই ব্যক্তি। মালিবাগ রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।