ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

জামালপুরে রোহিঙ্গা যুবক আটক

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, এপ্রিল ১২, ২০২৪
জামালপুরে রোহিঙ্গা যুবক আটক

জামালপুরের ইসলামপুরে পৌর এলাকা থেকে মো: রুবেল (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
আটক রুবেল মায়ানমারের রাখাইন রাজ্যের মন্ডুপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে থাকতেন।

পুলিশ জানায়, দুপুরে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে মোশারফগঞ্জ এলাকায় অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলে সুস্থ হয়। এসময় তিনি নিজের রোহিঙ্গা পরিচয় জানালে তাকে আটক করে থানায় রাখা হয়। তবে তিনি কী কারণে ও কেনো এখানে এসেছেন তা জানাতে পারেনি পুলিশ।  

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আর কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।