ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেলায় থাকবে দেড় হাজার নিরাপত্তা কর্মী : ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব ১৩ জুলাই

জাহিদুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুলাই ১, ২০১০

দেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই রাজধানীর উপকন্ঠ ধামরাইয়ের যশমাধব অঙ্গনে। প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের এ উৎসব রূপ নেয় সার্বজনীন উৎসবে।

এ উপলক্ষে চলছে মাসব্যাপী মেলার প্রস্তুতি।

উৎসব ঘিরে সব প্রস্তুতি চূড়ান্ত করে এনেছেন আয়োজকরা। এবারের রথযাত্রা উৎসব ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের।

নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার ধামরাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আইনশৃংখলা বিষয়ক কমিটির মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ বাংলানিউজ টোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, মেলায় আইন শৃঙ্খলার বিষয়টিকেই আপাতত প্রাধান্য দেয়া হচ্ছে। লাখো মানুষের ভিড়ে কেউ যাতে পদপিষ্ট হয়ে মারা না যান সে ব্যাপারে-ও সচেতনতা মূলক প্রচারণা চালানো হচ্ছে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) ইকবাল বাহার বাংলানিউজ টোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে প্রায় দেড় হাজার নিরাপত্তা কর্মী। সাম্প্রদায়িক সম্প্রীতি এ মেল বন্ধনে দেশের বিভিন্ন স্থান ছাড়াও দেশের বাইরে থেকেও অসংখ্য পূর্ণাথী যোগ দেন এ রথযাত্রা উৎসবে।

বাংলাদেশের স্থানীয় সময় : ১১১৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।