ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত যাত্রী বহন, ভোলায় ২ লঞ্চকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
অতিরিক্ত যাত্রী বহন, ভোলায় ২ লঞ্চকে জরিমানা

ভোলা: ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভোলার ইলিশা ঘাটে যাত্রীবাহী দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন এ জরিমানা আদায় করেন।  

জরিমানা আদায়কৃত লঞ্চগুলো হলো, ঢাকা-ইলিশা রুটের দোয়েল পাখি-১ ও দোয়েল পাখি-১০।

এদের মধ্যে দোয়েল পাখি-১ লঞ্চকে ২০ হাজার টাকা এবং দোয়েল পাখি -১০ লঞ্চকে ১০ হাজা টাকা জরিমানা করা হয়।  

ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই লঞ্চ দুটি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে। এছাড়াও লঞ্চের ফিটনেস, নিরাপত্তাসামগ্রী ও রুট পারমিটসহ অন্য কোনো ত্রুটি রয়েছে কি না সেটির ব্যাপারেও এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ঈদের পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।