ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুর কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
লক্ষ্মীপুর কারাগারে কয়েদির মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) নামে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আসামি তার পালক ছেলে হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

বেলায়েত জেলার রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। পালক ছেলেকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, বেলায়েতকে মৃত অবস্থায় আনা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ মর্গে আছে।

কারাগার সূত্র জানায়, বেলায়েত তার পালক ছেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। এরমধ্যে মামলার রায়ে তিনি সাজাপ্রাপ্ত হন। রায়ের সময় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে নেওয়া হয়।

হত্যা মামলার রায় কবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।