ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিদান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের কড়ইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন বাশারুক উত্তরপাড়া মো. বাতেন মিয়ার ছেলে।

এ সময় তার সঙ্গে থাকা তার বন্ধু জাহিদ (১৮) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা দুইজনই ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষার্থী।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে নবীনগর থেকে বাড়িতে ফেরার পথে কড়ইবাড়ি নামক স্থানে এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।