ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

শূন্যপদ সংরক্ষণ করে শিক্ষক বদলির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
শূন্যপদ সংরক্ষণ করে শিক্ষক বদলির নির্দেশ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষেত্রে শূন্যপদ সংরক্ষণ করে বদলির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর অনুচ্ছেদ ১.১ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/প্রধান শিক্ষকদের (চলতি দায়িত্ব ব্যতীত) ৩০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত একই উপজেলা/থানার মধ্যে (আন্তঃউপজেলা/থানা) এবং ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আন্তঃউপজেলা/থানায় বদলি কার্যক্রম শুরুর অনুমতি নির্দেশক্রমে দেওয়া হলো।

তবে সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা/থানা বদলির ক্ষেত্রে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’ এর মাধ্যমে নতুন নিয়োগের জন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্যপদ সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।