ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হোস্টেলের কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, মার্চ ৩১, ২০২৪
হোস্টেলের কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ইন্টার্ন হোস্টেলের তিন তলার কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে বিড়ালটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন।

তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকের পোষা বিড়ালটি হোস্টেলের তিন তলার কার্নিশে গিয়ে আটকে পড়ে। হোস্টেল থেকে বিষয়টি তাদের জানানো হয়। খবর পেয়ে তাদের একটি দল গিয়ে কার্নিশ থেকে বিড়ালটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।