ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি ছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, মার্চ ৩১, ২০২৪
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি ছাত্রী

যশোর: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস কর্তৃক পরিচালিত ফিলিপ সি. জেসাফ ইন্টারন্যাশনাল ল' মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৪ এ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি মেয়ে ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাসকিন তনিকা।  

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একশটি দেশের সাতশটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করছে।

ইতোমধ্যে প্রতিযোগিতার ন্যাশনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। ইন্টারন্যাশনাল রাউন্ড প্রতিযোগিতা ৩০ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
প্রতিযোগিতাটি আন্তর্জাতিকভাবে বহুসংখ্যক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় দ্বারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে এটি গ্র্যান্ড স্ল্যাম বা প্রধান মুটগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়।

তাসকিন তানিকার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড. এবিএম আহসানুল হকের একমাত্র কন্যা। তাসকিন ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের বেইলি রোড শাখার এসএসসি ও এইসএসসির ছাত্রী ছিলেন।

বাংলাদেশের সুনাম ও মর্জাদা অক্ষুণ্ন রাখতে প্রতিযোগিতার সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাসকিন তানিকা।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা,মার্চ ৩১,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।