ঢাকা: রাজধানীর পরিবেশ ঠিক করতে এবং পরিবেশবান্ধব ঢাকা নিশ্চিতে জোরালোভাবে মাঠে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শনিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজউক জোন- ৪/১ এর আওতাধীন গুলশান, বনানী, মহাখালী, বাড্ডা, ভাটারা, সাতারকুল, জোয়ারসাহারা, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় এবং জোন ৪/২ এর আওতাভুক্ত পূর্বাচল নতুন শহর ও এর পার্শ্ববর্তী এলাকায় এ লক্ষ্যে অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জোন-৪ এর পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, এ অভিযান নির্মাণাধীন ভবনসমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিশ্চিতকল্পে এবং ভবনের সামনের রাস্তা দখল করে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী রাস্তা/ফুটপাত থেকে অপসারণ করার উদ্দেশ্যে পরিচালনা করা হয়েছে। নির্মাণাধীন ভবনের কারণে এক দিকে পরিবেশ যেমন দূষণ হচ্ছে তেমনি পথচারিদেরও নিরাপত্তা হুমকিতে পড়ছে। ছোট বড় দুর্ঘটনা থেকে যা স্পষ্ট।
অভিযানে নেতৃত্ব দেন জোন-৪/১, ৪/২ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান। তিনি বলেন, রাজউক চেয়ারম্যানের নির্দেশে রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জোন-৪ এর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা ঢাকার বাসিন্দাদের সচেতন করার সর্বোচ্চ চেষ্টা করছি। আজকে একদিনে আমাদের জোনের প্রায় ১০০টি ভবন মালিক এবং সংশ্লিষ্টদের আমরা শতর্ক করেছি।
অভিযানের বিষয়ে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ (নিয়ন্ত্রণ -১) শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, রাজধানীর বিভিন্ন রাস্তায় ভবনের নির্মাণ সামগ্রী আপসারণসহ নির্মাণাধীন ভবন থেকে বায়ুদূষণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণাধীন ভবনে সেফটিনেট ও সেফটি স্কাফোল্ডিং স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব নগরের জন্য কাজ করছে রাজউক। রাস্তা ও ফুটপাত সুন্দর রাখা, পরিবেশ, বায়ুদূষণ রোধে এবং নিরাপত্তার জন্য নির্মানধীন ভবনগুলোর নির্মাণ সামগ্রী ভবন মালিকরা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রাজধানী জুড়ে এসব বিষয়ে ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন-৪ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শকবৃন্দ। একই দিন জোন-২/১, জোন-৪/৩, জোন-৫/১, জোন-৬/১ ,জোন- ৬/২ আয়তাধীন এলাকায় রাস্তা ও ফুটপথ থেকে বিভিন্ন নির্মান সামগ্রী সরানো জন্য রাজউকের কর্মকর্তারা ভবনের মালিকদের নির্দেশনা দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তা সরানোর ব্যবস্থা করেছে। কোথাও কোথাও পুলিশের সহায়তা ও নেয়া হয় রাস্তা ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে। নারায়ণগঞ্জ এলাকাতেও এ কার্যক্রম চলমান আছে।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ৩০ মার্চ, ২০২৪
এমএমআই/এমএম