ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন

ঢাকা: গাজীপুর কালিয়াকৈরে গ্যাসের আগুনের ঘটনায় দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৭ জনের মৃত্যু হলো।

শনিবার (৩০ মার্চ) সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।  

তিনি জানান, লালনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।

মৃত কুদ্দুস খানের  ছেলে  মো. নাজিম খান জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায়। কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী নাজমা বেগমকে নিয়ে থাকতেন তার বাবা। কোনাবাড়ি পেপসি কোম্পানিতে দিনমজুরের  কাজ করতেন কুদ্দুস খান। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।

গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাসে বিস্ফোরণে আগুন লেগে যায়। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও এই পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।