ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেজগাঁওয়ে ভবনের সানশেড ভেঙে প্রাণ গেল এক ব্যক্তির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
তেজগাঁওয়ে ভবনের সানশেড ভেঙে প্রাণ গেল এক ব্যক্তির ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ায় অলিভ রেস্টুরেন্টের নিচে বসে মোবাইলে কথা বলার সময় ভবনের সানশেড ভেঙে আব্দুর রহিম মৃধা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, রাত সাড়ে ৮টার দিকে মনিপুরীপাড়ায় অলিভ রেস্টুরেন্টের মূলগেটের সামনে বসে আব্দুর রহিম নামে ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ভবনের সানশেড ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে গুরুতর হন তিনি। পরে রেস্টুরেন্টের কর্মচারীরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ৯৯৯ এর মাধ্যমে এ ঘটনার খবর পায়।  

তিনি আরও জানান, আব্দুর রহিম পটুয়াখালী সদর উপজেলার ট্যাংরাখালী গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে তেজগাঁও মনিপুরীপাড়া ৫/৯ অলিভ রেস্টুরেন্টের কাছেই থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।