ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
৩ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ

বরিশাল: মেঘনা, আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গনী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গনী নদীতে কোস্টগার্ড হিজলা ও কালিগঞ্জ স্টেশনের সদস্য, হিজলা থানা পুলিশ এবং হিজলা নৌ পুলিশের সহযোগিতায় যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত দুইটি মশারি জাল, চারটি বেহুন্দী জাল ও ১৫৫টি চরঘেরা জাল জব্দ করা হয়, যা পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।