ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাবনার আতাইকুলায় বোমা হামলায় চরমপন্থি নিহত

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

পাবনা: পাবনার আতাইকুলায় প্রতিপরে বোমা হামলায় এক চরমপন্থি সদস্য নিহত হয়েছেন।

নিহতের নাম সিদ্দিক রহমান(৩৫)।

তিনি  আতাইকুলা থানার চড়ডাঙ্গা গ্রামের আমিনউদ্দিনের পুত্র।  

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে প্রতিপ সন্ত্রাসীরা সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নেয়। সে বাড়ি থেকে বের হওয়ার কিছুণ পরেই বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। পরিবারের লোকজন ও স্থানীয়রা রাস্তায় তাকে মারাত্মক আহত অবস্থায় পরে থাকতে দেখে।

সংকটাপন্ন অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৫টার দিকে সে মারা যায়।
 
জানা গেছে, সিদ্দিক জনযুদ্ধ লাল পতাকার সক্রিয় সদস্য ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে থানায় কোনও মামলা নেই, তবে কয়েকটি অভিযোগ (জিডি) আছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।