ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর পুঠিয়ায় ব্যবসায়ী খুন

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার চকজামিরা গ্রামে এক ব্যবসায়ী খুনের ঘটনা ঘটেছে। ওই গ্রামের একটি পরিত্যক্ত তে থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।



নিহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৪০)। তার বাড়ি নাটোর জেলার বড়াই গ্রামের বাহিমালিতে। বাবার নাম রুস্তম আলী।

পুলিশের ধারণা, সন্ধ্যার পরপরই তাকে হত্যা করে েেত লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ৯টায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।

এ ব্যাপারে নিহতের ছোটভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলামের ব্যবসায়ীক অংশীদার চকজামিরা গ্রামের জুয়েলসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
 
শফিকুলের বরাত দিয়ে পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাংলানিউজকে জানান, সাইফুল ইসলাম পুঠিয়ার বানেশ্বর বাজারে খৈল-ভুসির ব্যবসা করতেন।

শফিকুল ইসলাম পুলিশের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার বেচাকেনা শেষে সাইফুল নগদ এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু জুয়েল কৌশলে তাকে তার গ্রামে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়।

শফিকুল আরও জানান, তার ভাইয়ের সঙ্গে জুয়েলের ব্যবসা সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরেই সাইফুল ইসলামকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসআই আবুল কাশেম জানান, দুর্বৃত্তরা সাইফুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোয় তার মৃত্যু হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বাংলানিউজকে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি বলেন, ঘটনার পর  জুয়েল পলাতক রয়েছে। তবে পুলিশ তাকে ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।