ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরের কালকিনিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

এম.আর.মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

মাদারীপুর: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মঙ্গলবার বিকেলে জেলার কালকিনি উপজেলার নবগ্রামে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন।

নিহত গৃহবধূর নাম মনিকা বাড়ৈ।

তিনি চার মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর থেকে স্বামী অপূর্ব বাড়ৈ এবং দেবর অমৃত বাড়ৈ পলাতক রয়েছেন।
 
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বছর আগে নবগ্রামের অপূর্ব বাড়ৈর সঙ্গে মনিকা বাড়ৈর বিয়ে হয়। বিয়ের পর মনিকা জানতে পারেন স্বামীর তার বৌদির অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার বিকেলে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী অপূর্ব বাড়ৈ এবং দেবর অমৃত বাড়ৈ মনিকাকে মারধর করার এক পর্যায়ে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad