ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে জাপানি মহিলার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

ঢাকা: রাজধানীর বারিধারায় আত্মহত্যার চেষ্টা করা এক জাপানি মহিলা মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত জাপানি মহিলার নাম তাজুকু কাসায়ি (৩৭)।

তিনি গুলশানের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গুলশান থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, মৃত তাজুকু কাসায়ি মুসা মোহাম্মদ নামের বাংলাদেশি এক নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে হন। এরপর থেকে তিনি বারিধারার ১৮/৩ নম্বর রোডের ১৩/এ নম্বর বাসায় থাকতেন।

তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর বাসার শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।

উপ-পরিদর্শক কামরুল ইসলাম এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে না পারলেও বলেছেন, মৃত জাপানি নাগরিক চাকরি না বিবাহ সূত্রে ঢাকায় ছিলেন, কতদিন ধরে তিনি এখানে অবস্থান করছিলেন তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।