ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্ট্রগ্রামে মার্কেটে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

চট্টগ্রাম: নগরীর বকশির হাটের টেরি বাজারের আলী শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বড় শাড়ি-কাপড়ের দোকনসহ বেশকিছু দোকানের মালামাল পুড়ে গেছে।



বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আবদুল মান্নান দাবি করেন, অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে তিনি ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলতে পারেননি।

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ‘শাড়ি কালেকশান’ ও ‘বৈঠক বাজার’ নামের দুটি দোকানের নাম জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত নয়টায় শপিং কমপ্লেক্সের নিচে গ্যাস লাইন লিক হয়ে আগুনের সূত্রাপাত হয়।
পরে তা ´প্লেক্সের বিদ্যুৎ, স্যুয়ারেজ লাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাঁচতলা ভবনের দোতলা ও তিন তলায় ওই ঘটনা ঘটে। এসময় ভবনের পাঁচতলার বাসিন্দা কয়েকটি পরিবারের সদস্যরা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন। রাত সোয়া দশটার দিকে অগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এলাকা বিদ্যুৎহীন অবস্থায় আছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, স্যানিটারি লাইন ও বিদ্যুৎ লাইনের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ তলায় আটকেপড়াদের উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad