ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টরকে গুলি করে হত্যা

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলার আসান নগরে মঙ্গলবার রাতে এক পৌরসভা স্যানেটারি ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহতের নাম বজলুর রহমান (৪৪)।



বজলুর রহমান মহেশপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর ছিলেন বলে জানা গেছে। তিনি শৈলকুপার খাসরানী নগর গ্রামের জমারত আলীর ছেলে।

নিহতের ভাই জিন্নাতুল ইসলাম জানান, বজলুর রহমান রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে আসান নগরের পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর বজলুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আয়ুবুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, নিহতের বুকের বাম দিকে একটি গুলির চিহ্ন রয়েছে।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন এ ধরনের কোনো ঘটনার খবর পাননি বলে বাংলানিউজকে জানান।

ঝিনাইদহ পুলিশ সুপার রেজাইল করিম বাংলানিউজকে জানিয়েছেন, তিনি ঘটনা শুনেছেন, তবে সেটা হত্যা না দুর্ঘটনা তা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।

এ ঘটনায় থানা কোনো মামলা দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।