ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে আগে যাওয়ার প্রতিযোগিতায় দুই লেগুনার ধাক্কাধাক্কিতে আব্দুল মমিন (৩২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ দুটি লেগুনা জব্দ করলেও চালকরা পালিয়ে গেছে।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডে কাজলার পাড় লাল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মমিন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, সকালে দুটি লেগুনা ডেমরা থেকে ঢাকায় প্রবেশ করছিল। তবে দুটি লেগুনার চালক ওভারটেকিংয়ের জন্য প্রতিযোগিতায় মেতে উঠে। তখন একটি লেগুনা অন্যটিকে চাপা দিলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে লেগুনাটির চালকের পাশের সিটে বসা ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লেগুনা দুটিও জব্দ করা হয়েছে। তবে কোনো চালককেও পাওয়া যায়নি।
এদিকে নিহত আব্দুল মমিনের খালাতো ভাই মো. শাহেদুল ইসলাম জানান, মমিনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। স্ত্রী ও এক সন্তান নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় থাকতেন। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। সকালে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন মেরাদিয়ায় তার বোনের বাসায় । পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরবর্তীতে পুলিশের মাধ্যমে খবর পান তারা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এজেডএস/জেএইচ