ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এবার বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, মার্চ ২০, ২০২৪
এবার বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু

ঢাকা: মেট্রোরেলের পরে এবার ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে র‍্যাপিড পাস চালু হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

উদ্বোধন অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বিআরটিসিতে র‍্যাপিড পাস চালু করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, র‍্যাপিড পাস স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নির্ধারক। এর মাধ্যমে সহজেই মানুষ চলাচল করতে পারবে। র‍্যাপিড পাসের মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যাত্রীরা চলাচল করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী বলেন, মেট্রোরেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহনে র‍্যাপিড পাস চালু করার লক্ষ্যে আমরা কাজ করছি।

জানা গেছে, এখন থেকে বিআরটিসি বাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা র‍্যাপিড পাস ব্যাবহারের মাধ্যমে চলাচল করতে পারবেন। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার ঝামেলার নিরসন ঘটবে।

র‍্যাপিড পাস হলো, একটি স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। বর্তমানে যা নগদ টাকার মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে ভাড়া। তবে র‍্যাপিড পাসের মাধ্যমে স্মার্ট কার্ডে রিচার্জ করে নির্দিষ্ট দূরত্ব পারি দিয়ে কার্ডের মাধ্যমে সঠিক ভাড়া পরিশোধ করা যাবে। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না পরিবহন শ্রমিকদের।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।