ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরের সিংড়ায় খাস জমির দখল নিতে এসে ৬ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ইন্দ্রাসন গ্রামে মঙ্গলবার খাস জমির দখল করতে না পারায় ৬ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত কবীর হোসেন (৭৫), খবির হোসেন (৭০), আমজাদ হোসেন (৬৫), আনোয়ার হোসেন (৫০), আনিছুর রহমান (৪৫) ও আমিরুল ইসলামকে (৪০) সিংড়া হাসপতালে ভর্তি করা হয়েছে।



সিংড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফয়েজুর রহমান বলেন, ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের কবির হোসেনের দখলে থাকা ১৫ শতাংশ খাস জমি সম্প্রতি একই এলাকার জালাল উদ্দিন দখল করতে যান। স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধে জালাল এই খাস জমি দখল করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জালালের সমর্থকরা কবিরের পরিবারের ৬জনকে কুপিয়ে জখম করে।

ফয়েজুর রহমান আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ আসেনি এবং কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।