ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আইন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
আইন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

ঢাকা: পদত্যাগ করেছেন জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রশীদ।

মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একটি সূত্র জানায়।


 
পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে এতে উল্লেখ করেছেন তিনি।

মোহাম্মদ আবদুর রশিদ ২০০৯ সালের ২১ এপ্রিল জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আইন কমিশনের কাজ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনের জের ধরেই তিনি পদত্যাগ করেছেন বলেই জানিয়েছে সূত্র।

১৯৯৬ সালের আইন কমিশন আইনের ৫(৪) ধারায় তার এই পদত্যাগ বলে  উল্লেখ করা হয়েছে।

তবে এতে তারিখ উল্লেখ করা হয়েছে ৬ অক্টোবর ২০১০।      

বিচারপতি আবদুর রশিদ পদত্যাগপত্রের সঙ্গে তার মেয়াদে সম্পাদিত কাজের একটি তালিকাও আইন সচিবের কাছে জমা দিয়েছেন ।

পদত্যাগের বিষয়ে কথা বলতে বিচারপতি আব্দুর রশীদের মোবাইল ফোনে বার বার কল দিয়েও  তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

গত ১০/১২ দিন ধরেই অফিস করছেন না বলে জানিয়েছেন সেখানে কর্মরত একজন কর্মকর্তা।    

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘আমরা এখনো স্যারের পদত্যাগের বিষয়ে কিছু জানি না। আপনার কাছ থেকে শুনলাম, এর আগেও একজন সাংবাদিক ফোন করে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমরা এখন পর্যন্ত সরকারি কোনো অর্ডার পাইনি। কিছু সময় আগে স্যারের গানম্যান এবং গাড়িচালককে ফোন করেছিলাম। তারাও এ বিষয়ে কিছু জানে না বলে আমাকে জানালো। ’

চেয়ারম্যান আজ (মঙ্গলবার) অফিস করেছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার আজ সকালে ফোন করে জানিয়েছিলেন, আজ অফিসে আসতেও পারেন আবার নাও আসতে পারেন। তবে তিনি অসুস্থ থাকায় গত ১০/ ১২ দিন ধরেই তিনি অফিস করছেন না। ’

দায়িত্ব গ্রহণের ১৮ মাসের মাথায় পদত্যাগ করলেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন: ‘সরকারের অবগতির জন্য জানানো হচ্ছে উপর্যুক্ত আইনের বিধান অনুযায়ী অদ্য পদত্যাগ করলাম। আমার আশা এ পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে অবহিত করে বাধিত করবেন। ’

পদত্যাগপত্রের নীচে উল্লেখিত নোটে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ  ‘আমার সময়কালে গৃহীত দুই বছরের কর্মপরিকল্পণার মধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ কাজের তালিকা দেয়া হলো’ উল্লেখ করে একটি বিবরণী তুলে ধরেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদকে ২০০৯ সালের ২১শে এপ্রিল আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

তার মেয়াদকালে আইন কমিশনের সবচেয়ে বড় সুপারিশ ছিলো ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইন সংশোধন।

আইন কমিশনের সুপারিশ নিয়েই ওই আইনে সংশোধন আনা হয়।

এছাড়া, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর কতিপয় বিধানের সংশোধনী সংক্রান্ত প্রতিবেদন, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন সংক্রান্ত প্রতিবেদন, এ সংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন সংক্রান্ত প্রতিবেদন ও বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়েও প্রতিবেদন দাখিল করে আইন কমিশন।
সূত্র জানায়, আইন কমিশনের কাজ নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অসন্তোষ ছিলো। কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে বিচারপতি আবদুর রশিদকে সাম্প্রতিককালে ইঙ্গিত দেওয়া হয়।

এরই জের ধরে মঙ্গলবার পদত্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।