ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবি ছাত্রকে মারধর করায় আধাঘণ্টা সড়ক অবরোধ

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

রাজশাহী (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করার প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে।

এ সময় রাস্তার উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ বিচারের আশ্বাস দিলে যান চলাচল আবার শুরু হয়।

পুলিশ জানায়, গত রোববার রাত ৮টায় নগরীর তালাইমারী এলাকায় বেশি ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই অটোরিকশাচালক মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমজাদ হোসেন ময়নাকে মারধর করে।

এ ঘটনায় রোববার রাতেই পুলিশ দুই অটোরিকশাচালককে আটক করে।  

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা দুপুর ২টায় অবরোধ তুলে নেয়।  


এ বিষয়ে মতিহার মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের  জানান, ‘পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।