ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সাভারে মানববন্ধন

জাহিদুর রহমান, সাভার প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

সাভার: অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সাভারের বিশিষ্টজনেরা।

সাভার উপজেলা চত্বরে মঙ্গলবার দুপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান।



সাভার উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন।


পরে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।