ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

ফরিদপুর: জেলায় ট্রেনে কাটা পড়ে ডাবলু বেপারী ‌(৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলা সদরের বাইতুল আমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডাবলু বেপারী জেলা শহরের টেপাখোলা এলাকার আব্দুল গণি বেপারীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তিনি কানে কম শুনতেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, সকালে ডাবলু বেপারী রেললাইন পাড় হচ্ছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।