হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় পইল ইউনিয়নের গাতাবের এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মার্চ) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বিকেলে গাতাবের এলাকায় বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসআরএস