ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
সিলেটে প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর

সিলেট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে চেয়ার ভাঙচুর করলেন কর্মী-সমর্থকরা।

শনিবার (০২ মার্চ) বিকেলে সিলেট মহানগরের ক্বিন ব্রিজ ও সারদা হল সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অতিথির নাম উল্লেখ না করায় তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই উত্তেজিত কর্মীরা অন্তত অর্ধ শতাধিক চেয়ার ভাঙচুর করেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করেনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।