ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করার আহবান মেননের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করার আহবান মেননের

বরিশাল: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপি শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করার আহবান জানিয়ে বলেছেন, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। আর শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হলে শিক্ষকরা যেমন ভূমিকা রাখবেন তেমনি অভিভাবকদেরও সচেতন হতে হবে।

কারণ এই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।

শনিবার (০২ মার্চ) বরিশালের উজিরপুর উপজেলার আলহাজ্ব বিএন খান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

এর আগে সকালে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উপজেলা হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির সভা, উজিরপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এবং উজিরপুর মহিলা কলেজের সম্প্রসারিত একাডেমিক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন।

এসব অনুষ্ঠানে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, উজিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ শহিদুল ইসলাম, আলহাজ্ব বিএন খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক এমপি বেগম লুৎফুন নেছা, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ  ০২, ২০২৪
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।