ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

বেইলি রোডের অগ্নিকাণ্ড: শোক প্রকাশ করে শেখ হাসিনাকে মোদির চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ২, ২০২৪
বেইলি রোডের অগ্নিকাণ্ড: শোক প্রকাশ করে শেখ হাসিনাকে মোদির চিঠি

ঢাকা: ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (০১ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠির মাধ্যমে তিনি এই শোক জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা চিঠিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদি আরও নিশ্চিত করেছেন যে, এই দুঃখের সময়ে ভারত যেমন বাংলাদেশের পাশে রয়েছে ঠিক তেমনি তার চিন্তাভাবনা এবং প্রার্থনা বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে সবসময় থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ