ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে ২৪ দেশের ৩৪ কূটনীতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে ২৪ দেশের ৩৪ কূটনীতিক

কক্সবাজার: কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ২৪ দেশের ৩৪ কূটনীতিক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কূটনীতিকদের গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনরা।

এ সময় কূটনীতিকদের এই প্রতিনিধি দলটি সম্রাট আশোক কর্তৃক প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।  

বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।

এর আগে মঙ্গলবার বিকেলে ট্রেনযোগে কক্সবাজার আসে দলটি।

অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন কূটনীতিক এই সফরে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।