ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
নেত্রকোনায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় হালিমা খাতুন (৮৫) নামে এক  বৃদ্ধা নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হালিমা পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, পূর্বধলা বাজারে চা দোকানি ছেলে লাল চাঁনের সঙ্গে দেখা করে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন হালিমা খাতুন। পথে ওই বাজারের আপন মিষ্টান্ন ভাণ্ডার নামে দোকানের সামনে এলে পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।