ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন সৈয়দ নজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম

ঢাকা: পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) মরদেহের ময়নাতদন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম মঈন উদ্দিন মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করেন।

 

চিকিৎসক জানান, মরদেহ দুটি থেকে ভিসেরা ও রক্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেলে নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে একটি সূত্র জানায়, ময়নাতদন্তের পরপরই মরদেহ দুটি মর্গে উপস্থিত আত্মীয়রা গ্রহণ করে দাফনের জন্য নিয়ে যায়।

আরও পড়ুন...
ঢাকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।