ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুরবাড়ী অভিমুখে লং মার্চ তেল-গ্যাস রক্ষা কমিটির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

ঢাকা: জ্বালানি সম্পদ বিদেশে রপ্তানি নিষিদ্ধ ও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধসহ সাতদফা দাবিতে ২৪ থেকে ৩০ অক্টোবর ফুরবাড়ী অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।

সোমবার বিকেলে রাজধানীর মালিবাগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত পথসভায় বক্তারা এ ঘোষণা দেন।



বক্তারা বলেন, ‘আমরা বরাবরই দেশের জ্বালানি সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে একটি আইন পাসের দাবি করে আসছি। কিন্তু আমাদের এ দাবি মানা হচ্ছে না। ’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ বিষয়ে সংসদে একটি বিল জমা দিয়েছেন বলে পথসভায় বক্তারা উল্লেখ করেন।

তবে বিলটি দীর্ঘদিন বাছাই কমিটিতে পড়ে আছে বলেও তারা জানিয়েছেন।

৩৫নং ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সম্পাদক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মোজাম্মেল হক তারা, পার্টির ঢাকা মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।