ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেদেনীপুর থেকে দেশে ফিরেছে ‘ওরশ স্পেশাল ট্রেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
মেদেনীপুর থেকে দেশে ফিরেছে ‘ওরশ স্পেশাল ট্রেন’

চুয়াডাঙ্গা: ভারতের মেদেনীপুর ওরশের উদ্দেশে যাওয়া যাত্রীবাহী ওরশ স্পেশাল ট্রেনটি দেশে ফিরে এসেছে।  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্পেশাল ট্রেনটি।

প্রতিবছরের মতো এবারও স্পেশাল ট্রেনটি ২৪টি বগিতে দুই হাজার ১৫১ জন যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মেদেনীপুর জোড়া মসজিদ নামক স্থানে (১২৩তম) ওরশে যোগ দেওয়ার জন্য দর্শনা রেলপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল। ১৭ ফেব্রুয়ারি ওরশের বয়ান হয়। পরের দিন ভোরে বিশেষ দোয়া শেষে ১৮ ফেব্রুয়ারি রাতে রওনা হয়ে সোমবার বেলা ১টা ২৫ মিনিটের সময় ওরশ স্পেশাল ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছে। কাস্টমস ও ইমিগ্রেশন শেষে এদিন বেলা সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম ও ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) আতিক হাসান জানান, ১৯০২ সাল থেকে দুদেশের মধ্যে (ভারত-বাংলাদেশ) সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারতের মেদেনীপুর ওরশে যাতায়াত করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।