ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রান্না ঘর অপরিচ্ছন্ন, ঘরোয়া রেস্তোরাঁকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
রান্না ঘর অপরিচ্ছন্ন, ঘরোয়া রেস্তোরাঁকে জরিমানা

বরিশাল: বরিশাল নগরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত অভিযানে নগরের হেমায়েতউদ্দীন সড়কের ঘরোয়া রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিসের আহ্বানে অভিযানটি পরিচালনা করেন ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।

অভিযানের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘরোয়া রেস্তোরাঁকে এর আগে সতর্ক করা হয়েছিল। তারা সেটি উপেক্ষা করেছে। তাদের ফ্রিজে অসুবিধা, রান্না ঘর অপচ্ছিন্ন। খাবার যা পরিবেশন করে স্বাস্থ্যসম্মত নয়। যে কারণে রেস্তোরাঁটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মুনতাসির হাসান।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।