ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ ২০ অক্টোবর: নানা প্রস্তুতি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ ২০ অক্টোবর: নানা প্রস্তুতি

ঢাকা: ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলে আগামী  ২০ অক্টোবর এক বর্ণাঢ্য র‌্যালী ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০০৫ সালের এই দিনে এক আইনের মাধ্যমে তৎকালীন সরকারি জগন্নাথ কলেজটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া হয়।



দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নানা সাংস্কৃতিক সংগঠন এদিনে তাদের পরিবেশনার প্রস্তুতি শেষ করেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৯ টায় অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের র‌্যালিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ নেতৃত্ব দিবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক-ছাত্র-ছাত্রী-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলে ২০ অক্টোবর সব বিভাগের কাস ও পরীা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।