ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৪৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে এ উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট আওয়ামী লীগ।


 
মিলাদ মাহফিলে শেখ রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণেও মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ্ব সিরাজ বক্স, আওয়ামী লীগ নেতা এনামুল হক, শোয়েব আহমদ চৌধুরী, আসাদ উদ্দিন আহমদ, অধ্যাপক জাকির হোসেন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শফিউল আলম চৌধুরী নাদেল, এজাজুল হক এজাজ, জুবের খান, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, নুরুল ইসলাম পুতুল, ফাহিম আনোয়ার, আব্দুল কাহির ইজু, আব্দুর রহমান জামিল, শেখ মকলু মিয়া, জামাল চৌধুরী, ইলিয়াছুর রহমান ইলিয়াস প্রমুখ।       

১৯৬৪ সালের ১৬ অক্টোবর শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ৯ বছর বয়সী শিশু রাসেলও নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।