ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘিওরে বিআরটিসি বাস চলাচলে বাধা, যাত্রী দুর্ভোগ

মানিকগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

মানিকগঞ্জ: ঢাকা থেকে ঘিওর ও দৌলতপুর হয়ে ধুবরিয়া রুটে বিআরটিসি যাত্রীবাহী বাস চলাচলের প্রথম দিন ছিল সোমবার। তবে এই রুটে নিয়মিত চলাচলকারী  মিনিবাসের বিুব্ধ শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ সময় তারা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

সকালে ঢাকার গুলিস্থান থেকে ছেড়ে আসা ধুবুরিয়াগামী বিআরটিসি সার্ভিসের প্রথম বাসটি যাত্রী নিয়ে দুপুর ১২টায় ঘিওর উপজেলা সদরে পৌঁছলে ভিলেজ লাইন মিনিবাসের শ্রমিকরা রাস্তায় বেড়িকেড দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এতে রাস্তার  উভয় পাশে আটকে পড়া যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

মিনিবাস শ্রমিকরা জানিয়েছেন, এই সড়কে চলাচলরত ভিলেজ লাইনের মিনিবাস মালিকদের ব্যবসায়ীক স্বার্থ ও তাদের রুটিরুজির পথ বন্ধ হওয়ার আশংকায় এ বিআরটিসি বাস চলাচলে বাধা দেওয়া হয়।

দুপুর ২টায় প্রশাসনের হস্তেক্ষেপ শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়।  

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, বিআরটিসি বাস চলাচলে মিনিবাস শ্রমিকরা বাধা দিয়েছিল। পরে দুই গ্র“পকেই সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।