ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে বিস্কুট ধ্বংস, ৪০ হাজার টাকা জরিমানা আদায়

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী ও শিয়ালকোল বাজারে সোমবার সন্ধায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলার ভ্রাম্যমান আদালত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী লায়লা ও মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-১২-এর একটি দল বিসিক এলাকায় সুকুমার চন্দ্র পালের বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালান।



এসময় আদালত অনুমোদনবিহীন ওই ফ্যাক্টরির মেয়াদ উত্তীর্ণ ৭বস্তা বিস্কুট ও চানাচুর ধবংস করে এবং ফ্যাক্টরি ম্যানেজারের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে শিয়ালকোল বাজারে কৃত্রিম উপায়ে জেল হোসেন ও বিপ্লব সরকারের কলা পাকানোর যন্ত্র ও চুল্লি ধ্বংস করা হয়। র‌্যাব ও ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে উভয়েই পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের অপর এক সদস্য জেলা সেনেটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা অভিযান ও জরিমানার বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad