ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রাম বন্দরে জিওসির বৈঠক ও পরিদর্শন

ব্যুরো চিফ, চট্টগ্রাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপ ও বার্থ অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে বন্দরের নিরাপত্তাসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন।

সোমবার দুপুরে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপ ও বার্থ অপারেটরদের সঙ্গে পৃথক বৈঠক করে বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি অবগত হন।

এরপর তিনি বন্দরের অভ্যন্তরে ১২টি বার্থের কার্যক্রম প্রত্য করেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

চট্টগ্রাম বার্থ অপারেটর ওর্নাস অ্যাসোসিয়েসনের সভাপতি শাহদাত হোসেন সেলিম বাংলানিউজকে বলেন, ‘জিওসি আজ ১২টি বার্থ অপারেটরদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্দরকে আরও কীভাবে গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ’

এদিকে বন্দর কর্তৃপরে সচিব সৈয়দ ফরহাদউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘বন্দর কর্তৃপ ও বার্থ অপারেটরদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন জিওসি। এছাড়া তিনি বন্দরের জেটি পরিদর্শন ও শ্রমিকদের সঙ্গেও কথা বরেছেন।

বাংলাদেশ সময় : ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।