ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনে আগুন: ইউপি চেয়ারম্যানসহ ২২জনের জামিন নামঞ্জুর

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
সিরাজগঞ্জে ট্রেনে আগুন: ইউপি চেয়ারম্যানসহ ২২জনের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সভাস্থলের পাশে ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনায় ট্রেনে আগুন, ভাংচুর, লুটপাট ও সরকারি লোকজনদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়াম্যানসহ ২২ জনের জামিন-আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’-অঞ্চলের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ ইসলাম তাদের আবেদন নামঞ্জুর করেন ।



জামিন আবেদন নাকচ হওয়া অভিযুক্তরা হলেন--জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল জব্বার (৪৫), বিজেপি (মতিন) গ্র“পের শাহজাদপুর উপজেলা আহবায়ক আব্দুল ওয়াদুদ খোকন (৫৫), রুহল আমীন (২৮), মোঃ তুহিন (১৮), আব্দুল হান্নান (২৫), কামিরুল (২২), শহিদুল ইসলাম (৩০), রফিকুল (২৫), মন্টু (৪৮), শামীম (৪০), বরাত আলী (৪০), মোজাম আলী শেখ (৩৮), শাহেব আলী শেখ (২৬), জাহিদ (৩৮) মন্টু (২৬), মাসুম (২৫), রেজাউল করিম (৩২), আব্দুল আলীম (২৮), লিটন (২৮), মিলন (২২), লাল চাঁন (২০) ও আশরাফ আলী (২৪)।

উল্লেখ্য, ওই ঘটনায় দায়েরকৃত ৮টি মামলায় এ পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সোমবার ২২ জন জামিনের আবেদন করেন। এরা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

এদিকে ওই দিনের ঘটনায় জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি সোমবার বিকেলে র‌্যাব-১২ এর ৩ সদস্যের স্যা গ্রহণ করেছে। এরা হলেন- র‌্যাব-১২-এর দুর্নীতি দমন বিশেষ শাখার উপ-সহকারী পরিচালক আবু বক্কার সিদ্দিক, দারোগা আব্দুর রহমান ও সহকারী প্লাটুন কমান্ডার আজমুল হোসেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী বাংলানিউজকে জানান, স্যাদানকারী এসব র‌্যাব সদস্য ঘটনার দিন খালেদা জিয়ার সভা মঞ্চের আশেপাশে নিরাপত্তার  দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।