ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়া সীমান্ত থেকে ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ।

সোমবার ভোরে উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তের ১৫৩-৭ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ড থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।



তারা হলেন- স্থানীয় ছৈমুদ্দিনের ছেলে ফারুক (২২), জামরুল ইসলামের ছেলে আশিক (১০), জালাল উদ্দীনের ছেলে ফারুক (১১), ফরমান আলীর ছেলে সুমন (১২) ও বিল্লাল হোসেনের ছেলে সুমন (১০)।

এ ঘটনায় বিডিআর আটককৃতদের ফেরত চেয়ে চিঠি দিয়েছে।

প্রাগপুর বিডিআর কোম্পানি কমান্ডার জুলফিকার আলী বাংলানিউজকে জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই পাঁচ বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যায় সীমান্ত এলাকায়। এ সময় ১৫৩-৭ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডের কাছে পৌঁছলে ভারতের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের টহলরহত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খোদা জানান, আটককৃতদের বাড়ি রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।