ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লা পাসপোর্ট অফিসে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
কুমিল্লা পাসপোর্ট অফিসে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার ইয়াছিন

কুমিল্লা: কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি জানান জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহরতলীর নোয়াপাড়ায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। কুমিল্লা মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে দেখে সন্দেহ করলে ঠিকানা জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি ঠিকানা না বলতে পারায় আমাদের জানানো হয়। আমরা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওই যুবকের নাম ইয়াছিন (১৯)। গত ২০ দিন আগে মিয়ানমারে বলিবাজার এলাকা থেকে কক্সবাজার আসেন তিনি।  

ওসি রাজেস আরও বলেন, পুলিশ গিয়ে রোহিঙ্গা যুবক ইয়াছিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই রোহিঙ্গা যুবক কীভাবে জন্মসনদ পেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।