ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

র‌্যাব পরিচয়ে প্রতারণা, নারীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
র‌্যাব পরিচয়ে প্রতারণা, নারীসহ আটক ২

ঢাকা: র‌্যাবের জ্যাকেট গায়ে দিয়ে প্রতারণার প্রস্তুতিকালে হাতেনাতে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক ব্যক্তিরা হলেন সালমা আক্তার সুরাইয়া (২৪) ও মো. আবু সাঈদ (৩০)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত র‌্যাবের একটি জ্যাকেট ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) এম. জে. সোহেল বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাবের জ্যাকেট গায়ে দিয়ে র‌্যাব পরিচয়ে প্রতারণার প্রস্তুতিকালে দুই প্রতারককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় র‌্যাব পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন।

আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।