ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ঢামেকে মারা গেলেন খিলক্ষেতে ট্রেন ধাক্কায় আহত এক ব্যক্তি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ঢামেকে মারা গেলেন খিলক্ষেতে ট্রেন ধাক্কায় আহত এক ব্যক্তি 

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (২০) নামে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত পোনে ৯টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসা শামীম হোসেন নামে এক ব্যক্তি জানান, খিলক্ষেত রেলগেট এলাকায় হেঁটে রেললাইন পাওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় শাহাবুদ্দিন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

নিহত শাহাবুদ্দিন মাদারীপুর শিবচর মোল্লারকান্দি উপজেলার এলাকার বাসিন্দা। তিনি খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইনচার্জ)  ইন্সপেক্টর বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই শাহাবুদ্দিনকে লোকজন উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তার আত্মীয়-স্বজনরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তিনি এখানে মারা যান।

মরদেহ আইন অনুযায়ী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২,২০২৪

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।