ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বংশালে জুতার দোকানে আগুন, দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
বংশালে জুতার দোকানে আগুন, দগ্ধ ২

ঢাকা: রাজধানীর বংশাল থানার সিদ্দিকবাজারে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

দগ্ধরা হলেন- বাহার উদ্দিন (২৬) ও তোফাজ্জল হোসেন (২৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তোফাজ্জল জানান, তার বাড়ির কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। ঢাকায় একটি কাজে এসেছিলেন তিনি। পরে সিদ্দিকবাজারে ওই জুতার দোকানে যান তার এক পরিচিতের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে দোকানের ভেতরে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে তিনি ও দোকান কর্মচারী বাহার দগ্ধ হন। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা জুতার আঠার গ্যাস থেকে এ আগুন লাগতে পারে বলে তার ধারণা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুজনের দুই হাত ও পা দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।